২০২২ সালের মধ্যে ভারতের প্রতিটি পরিবারের একটি বাড়ি হবে। এটা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ এই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি জানান, ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে মোদি সরকার। লখনউয়ে বিজেপির একটি কর্মসূচীতে যোগ দেওয়ার সময় রাজনাথ বলেন, ২০২২ সালের মধ্যে দেশে এরকম কোনো পরিবার থাকবে না যাদের মাথার উপর ছাদ নেই। ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য দলের কর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পিছনে দলের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেয়াদে ভালো কাজ হয়েছে বলে ২০১৪ সালের লোকসভা ভোটের ২৮২ জয়ী আসন এবার বেড়ে হয়েছে ৩০৩।
পাকিস্তানকেও এদিনের সভা থেকে আক্রমণ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। তবুও পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী ব্যবসা থেকে পিছু হঠছে না।