বিশ্বের অনেক দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। আবার অনেক দেশে নতুন করে মাথা চাড়া দিয়েছে কোভিড-১৯। এরকমই একটি দেশ হল ইংল্যান্ড। সেদেশে কোভিড-১৯ এর এক নতুন ভেরিয়েন্ট নিয়ে ফের আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লন্ডনে স্বাভাবিক জনজীবনের উপর অনেক নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই নতুন নিষেধাজ্ঞা আগের লকডাউনের মতোই। আসন্ন বড়দিনের অনুষ্ঠানের জন্য যে ছাড় দেওয়া হয়েছিল, তাতেও অনেক শর্ত আরোপ করা হয়েছে।
ব্রিটেনে নতুনভাবে দেখা দেওয়া কোভিড-১৯ আগের মতোই যথেষ্ট বিপজ্জনক। তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী। কোভিডের এই নয়া আকারের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।