কাসেম সোলেইমানির অন্তোষ্টি যাত্রায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। ইরানের কারমান শহরে এই ঘটনা ঘটেছে। মার্কিন বায়ুসেনার আক্রমণে ইরানের এই নেতার মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশই একে অপরকে আক্রমণ এবং পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে।
এদিকে ইরানিয়ান স্টেট টিভি সূত্রে জানা গিয়েছে, কাসেমের অন্তোষ্টি যাত্রায় পদপিষ্ট হওয়ার ঘটনায় মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আল জাজিরায় প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইরানের এমার্জেন্সি সার্ভিসের প্রধান পীরহোসেন কুলিভান্দ স্টেট টেলিভিশনকে বলেছিলেন, অতিরিক্ত জনসমাগমের ফলে ১৯০ জন আহত হয়েছেন। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সারি সারি নিথর দেহ রাস্তায় পড়ে রয়েছে। সাহায্যের জন্য লোকজনের চিৎকার শোনা যায়।
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে গত শুক্রবার ইরানের এলিট বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে মার্কিন বিমান বাহিনী খতম করে। এদিন তার অন্তোষ্টিক্রিয়ার জন্য ইরানের ছোট্ট শহর কারমানে শয়ে শয়ে লোকের ভিড় দেখা যায়।
তবে সেমি অফিশিয়াল আইএসএনএ নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, বিশদ তথ্য না জানিয়ে এই অন্তোষ্টি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। কাসেমকে শ্রদ্ধা জানিয়ে গত কয়েক দিনে ইরানের বিভিন্ন শহরে মিছিলের আয়োজন করা হয়। তারপর মঙ্গলবার কাসেমের অন্তোষ্টির আয়োজন করা হয়েছিল।