নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন অনুষ্ঠানে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ-রাজনৈতিক এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে মঞ্চে উঠতেই দর্শকাসনের মধ্যে থেকে ওঠে জয় শ্রী রাম ধ্বনি। আর তাতেই মেজাজ হারান মমতা। তিনি মঞ্চে দাঁড়িয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মমতা বলেন, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর পর অপমান করবেন না। এটা কোনো রাজনৈতিক প্রোগাম নয়। সরকারি অনুষ্ঠানে কাউকে ডেকে অপমান করা উচিত নয়। এটুকু বলেই বক্তৃতা না দিয়ে চলে যান মমতা।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই দর্শকদের একাংশ বারবার জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকেন। অনুষ্ঠানের আয়োজকদের তরফে দর্শকদের শান্ত হতে অনুরোধ করলেও তাতে কোনো কাজ হয়নি। ভিক্টোরিয়ায় এদিনের অনুষ্ঠানের পর বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির আইটি সেলেরর প্রধান অমিত মালব্য। তার দাবি, নেতাজীর স্মৃতিকে অপমান করেছেন মমতা। বাংলার মানুষ এর জবাব দেবেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, বিশ্বভারতীয় শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে রাজি না হওয়ার মাধ্যমে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেগেসিকে অপমান করেছিলেন। নেতাজীর জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে বক্তৃতা না দেওয়ায় তিনি একই কাজ করলেন। যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ট্যুইট করে বলেন, কীভাবে সম্মান করতে হয়, সেটা কাউকে শেখানো যায় না। লুম্পেনদেরও ভদ্র হওয়া শেখানো যায় না।
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমনিতেই রাজনৈতিক সক্রিয়তা শুরু হয়েছে। বিজেপি বিগত কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, সম্মেলনের আয়োজন করেছে। থেমে নেই তৃণমূলও। আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার পর ফের দুই দলের নেতাদের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একবার জয় শ্রী রাম ধ্বনিতে মেজাজ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার যেখানেই বিজেপি রাজনৈতিক কর্মসূচীর আয়োজন করেছে, সেখানে তাদের নেতা-সমর্থকদের মুখে জয় শ্রী রাম ধ্বনি শোনা গিয়েছে।