২০২০ সালের প্রথম থেকে একের পর এক দুর্যোগ, মহামারি, অর্থনৈতিক সঙ্কট ও বর্তমানে আন্তর্জাতিক সীমানায় উত্তাপ, সব মিলে চলছে মানবজাতির অস্তিত্ব রক্ষার অগ্নিপরীক্ষা।
মানুষ সমাজবদ্ধ জীব কিন্তু পরিস্থিতির কথা ভেবে পৃথিবীর প্রতিটা দেশের সরকার সামাজিক দূরত্বের কথা বলেছে। দেশজুড়ে চলছে লকডাউন। আর শুরু হল প্রত্যেকের গৃহবন্দী জীবন কিন্তু এই গৃহবন্দীর পরিস্থিতিতেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হয়েছি। গ্লোবালাইজেশন ও প্রযুক্তি এখন আমাদের আঙুলের ইশারায়। এই প্রযুক্তিকে ব্যবহার করে ও গৃহবন্দী অবস্থাকে কাজে লাগানো সম্ভব। শিক্ষা ও তথ্য সংগ্রহ করে আগামীদিনে নিজেদেরকে আরো বেশি করে অ্যাডভান্স করা যায়। এই রূপ চিন্তাভাবনা এগিয়ে এলো উত্তরবাংলা একটি শিল্প প্রতিষ্ঠান BIAFS, যার ফাউন্ডার এবং ডাইরেক্টর উত্তর বাংলার একজন বিশিষ্ট চিত্রশিল্পী দীপায়ন ঘোষ। তিনি সকল শিল্পীদের জন্য এক অভিনব পদ্ধতিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে BIAFS অন্তর্গত একটি YouTube channel তৈরি করেছেন যার নাম ‘ছবি'( Visual Language)।
তার এই চ্যানেলটিতে রয়েছে দেশ ও বিদেশের প্রচুর নামিদামি চিত্রশিল্পীদের সাক্ষাৎকার,এর মাধ্যমে দর্শক শ্রোতা বন্ধুরা জানতে পারে এই গুণীজনদের জীবনের ওঠাপড়া, শিল্প দর্শন ও শিল্পকর্মের আলোচনা তাদের নিজেদেরই মুখ থেকে।


যেমন বিশিষ্ট চিত্রশিল্পী শিবু নটেশন তার সাক্ষাৎকার দিয়েছেন সুদূর ইউনাইটেড কিংডম থেকে, আন্তর্জাতিক সমকালীন চিত্রশিল্পী সৌরভ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার দিয়েছেন সুদূর ফ্রান্স থেকে, আন্তর্জাতিক চিত্রশিল্পী আলী সুবীর (জুলু) দক্ষিণ কোরিয়া থেকে, সেরা বাঙালি সম্মানপ্রাপ্ত ও শিলিগুড়ির গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী আবির কর্মকার গুজরাট থেকে, প্রবীণ চিত্রশিল্পী ও গবেষক অমিতাভ সেন গুপ্ত কলকাতা থেকে এছাড়া রয়েছে আরও অনেক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার।
দীপায়ন ঘোষ আরো জানান, তার এই ইউটিউব চ্যানেলটি আমাদের বাংলার শিল্প শিক্ষা ও তথ্যের প্রথম চ্যানেল যা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি। তিনি এও জানান এই চ্যানেলের মাধ্যমে বাংলার বিভিন্ন অংশের মানুষেরা শিল্প শিক্ষার বিষয়ে এবং শিল্পীদের ব্যক্তিগত জীবন দর্শনের বিষয়ে ও সমকালীন শিল্পের বিষয়ে ওয়াকিবহাল হতে পারবেন। দীপায়ন বাবু আরো জানান তার এই সাক্ষাৎকারের প্রক্রিয়া শিল্পের অন্যান্য মাধ্যম যেমন গান, কবিতা ও নাটক ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।