আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার গভীর রাতে চেন্নাই উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন নিভার। বুধবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটার মধ্যে পুদুচেরির কাছে আছড়ে পড়ে নিভার। স্থানীয় সূত্রে খবর, সাইক্লোন আছড়ে পড়ার সময় পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতও হয়েছে। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় জল জমে গিয়েছে। ব্যাহত হয়েছে যান চলাচল।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে আছড়ে পড়ার পর নিভার গতি হ্রাস পাবে। তারপর এটি ক্রমশ উত্তর-উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। তবে সাইক্লোন চলে গেলেও তামিলনাড়ুর কিছু এলাকায় বৃষ্টিপাত চলতে পারে।
এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে তামিলনাড়ুর অনেক স্থানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। চেন্নাই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। মেরিনা বিচ পর্যন্ত জল উঠে এসেছে।