ফের এক সাইক্লোনের আশঙ্কায় ত্রস্ত দক্ষিণ ভারতের কিছু অংশ। এই সাইক্লোনের নাম নিভার। আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা নাগাদ মাল্লাপুরম এবং কারাকালের মাঝে আছড়ে পড়তে পারে। শক্তিশালী এই ঘুর্ণিঝড়ের সাথে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষত চেন্নাইয়ে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় সমুদ্রের জলস্তর প্রায় ২ মিটার পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাত ৯.৫০
চেন্নাই থেকে ৪১০ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে এবং পুদুচেরি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাড্ডালোর থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব দিকে, বঙ্গোপসাগরের পশ্চিমাংশের দিকে সরে গিয়েছে সাইক্লোন নিভার।
রাত ৯.৩০
সাইক্লোন নিভারের প্রেক্ষাপটে ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গাউবার নেতৃত্বে এদিন ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি)-এর একটি বৈঠকের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি এবং বিভিন্ন মন্ত্রকের সেক্রেটারিগণ।
রাত ৯.২৩
প্রতিকূল আবহাওয়ার জেরে উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
রাত ৯.০৯
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন চেন্নাইয়ের নুঙ্গাবক্কমে ৯৬ মিলিমিটার এবং মিনাবক্কমে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
রাত ৮.৫২
সাইক্লোন নিভার কারণে চেন্নাই বিমানবন্দরের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। এই মুহূর্তে চেন্নাই বিমানবন্দর থেকে তিনটি উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দরের সুষ্ঠু কার্যাবলীর জন্য একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।
রাত ৮.৪৩
সাইক্লোন নিভার কারণে ট্রেন চলাচল ব্যাহত হলে, পরে পরিষেবা স্বাভাবিক করতে সাউদার্ন রেলওয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
রাত ৮.৪০
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে পাওয়া সংবাদ অনুযায়ী, আগামী ১২ ঘন্টায় শক্তিশালী ঝড়ে পরিণত হবে নিভার।
রাত ৮.২৯
২০১৫ সালের পুনরাবৃত্তি এড়াতে চেষ্টায় কোনো খামতি রাখছে না তামিলনাড়ু সরকার। ভারী বৃষ্টিপাতের ক্ষেত্রে বিপদের মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাত ৮.২০
নিভার হল চলতি বছরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় সাইক্লোন
রাত ৮.১০
চেন্নাইয়ে বৃষ্টির কারণে বাতিল হল উড়ান। নিভার দরুণ ভারী বৃষ্টিপাত হওয়ায় মঙ্গলবার তিনটি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো।
রাত ৮.০৪
সাইক্লোন নিভার মোকাবিলায় কোস্ট গার্ড, নৌবাহিনী, এয়ারক্রাফট প্রস্তুত রাখা হয়েছে।