বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে তামিলনাড়ু এবং পুদুচেরির মাঝে আছড়ে পড়তে পারে শক্তিশালী সাইক্লোন নিভার। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট।
দুপুর ১.২৯
চেম্বারাবক্কম জলাধার পরিদর্শন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। জলাধারের স্টোরেজ এবং জল ছাড়ার বিষয়টি তিনি খতিয়ে দেখেন।
দুপুর ১.২৮
পুদুচেরির উপকূলবর্তী এলাকায় বসবাসকারী ৫০০-এর অধিক মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দুপুর ১.০২
মঙ্গলবারের মতো বুধবারও চেন্নাইয়ে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রেটার চেন্নাই কর্পোরেশনের খবর অনুযায়ী, শহরের অন্তত ৫৩টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
দুপুর ১২.২৪
বুধবার দুপুরে চেম্বারাবক্কম জলাধার থেকে ১,০০০ কেউসেক জল ছাড়া হয়েছে।