মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য বাধ্য করা হবে না। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি কোভিড সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এই ভাইরাসে ২,৫০০-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে। নতুনভাবে সংক্রামিত হয়েছেন প্রায় ২,২৫,০০০ জন।
আমেরিকায় অনুষ্ঠিত সদ্য নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থান দখল করবেন তিনি। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন বাইডেন। হোয়াইটহাউস জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠানে বেশি মানুষ থাকবেন না বলে জানা গিয়েছে। করোনার মোকাবিলা প্রসঙ্গে বাইডেন বলেন, কোভিড থেকে বাঁচতে সঠিক পদক্ষেপ নিতে মানুষকে উৎসাহ প্রদানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।