কোভিড পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে। তবে অনেক দেশে নতুন করে সংক্রমণের হার বাড়ছে, যাকে বলা হচ্ছে কোভিডের সেকেন্ড ওয়েভ। তবে এর মধ্যে আশার খবর হল, কোভিডের ভ্যাকসিনের কাজ অনেকটাই এগিয়েছে। বিভিন্ন দেশের কোভিডের টিকাকরণ নিয়ে অনেক পরীক্ষা চলছে। এবং তাতে অনেক সাফল্য পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২১ সালের মাঝামঝি নাগাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারে কোভিড-১৯ টিকা।
এদিকে বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মস্কোর বিভিন্ন ক্লিনিকে শুরু হয়েছে কোভিড টিকাকরণ কর্মসূচী। যাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তাদের এই টিকা দেওয়া হচ্ছে। স্পুটনিক (Sputnik) V নামে এই টিকা গত আগস্ট মাসেই নথিভুক্ত করেছিল রাশিয়া। সেদেশের গবেষকদের দাবি, ৯৫ শতাংশ ক্ষেত্রে এই টিকা সফল হয়েছে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে স্পুটনিক (Sputnik) V নিয়ে এখনও পরীক্ষা চলছে।