ব্রাজিলে কোভিড-১৯ পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার তারা ভারতের সাহায্য চেয়েছে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতে বিমান পাঠাচ্ছে ব্রাজিল। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তরফে ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ ব্রাজিলে পাঠানো হবে। এই ভ্যাকসিন তৈরি করেছে অ্যাস্ট্রা জেনেকা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ব্রাজিল থেকে রওনা দেবে বিশেষ বিমান। ১৫ ঘন্টার যাত্রার পর সেটি মুম্বইয়ে ল্যান্ড করবে। ব্রাজিলে কোভিজের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে টিকাকরণ কর্মসূচী শুরু করার জন্য সেদেশের সরকারের উপর চাপ বাড়ছে। দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এর মধ্যেই অবশ্য টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। এবার সেই পন্থা অবলম্বন করতে চাইছে ব্রাজিল।