ভারতে সমাগ্রিকভাবে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে। তবে উদ্বেগের বিষয় হল, দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে মাথাচাড়া দিচ্ছে এই ভাইরাস। উদাহরণ হিসেবে দিল্লির কথা বলা যায়। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমসিম খাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। একই অবস্থা গুজরাটের। সে রাজ্যের বিভিন্ন জায়গায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। হিন্দু বিজনেস লাইন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুক্রবার, অর্থাৎ ২০ নভেম্বর থেকে আমেদাবাদে ৬০ ঘন্টার কারফিউ জারি করা হবে। ২০ নভেম্বর রাত ৯টা থেকে ২৩ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত কঠোরভাবে এই কারফিউ জারি করা হবে। প্রসঙ্গত, দিওয়ালির সময় গুজরাটের অন্যান্য জায়গার মতো আমেদাবাদেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত দশ দিনে কেবলমাত্র গুজরাটের এই শহর থেকেই প্রায় দু হাজার আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।