কোভিড-১৯ টিকা নিয়ে ভালো খবর জানালেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, শুধু দিল্লি নয়, গোটা দেশেই বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। শনিবার দিল্লিতে ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি খতিয়ে দেখার সময় তিনি এই মন্তব্য করেন। এর পাশাপাশি স্বাস্থমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো রকম গুজবে কান দেবেন না।
প্রসঙ্গত, শনিবার থেকেই দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে শুরু হয়েছে কোভিড ভ্যাকসিনেশনের ড্রাই রান। এই প্রক্রিয়ার রিভিউ করতে এদিন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী।হর্ষ বর্ধন পরে ট্যুইটারে বলেন, প্রথমে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মী এবং দুই কোটি ফ্রন্টলাইন কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। ধাপে ধাপে বাকিদের দেওয়ার ব্যবস্থা করা হবে। জুলাইয়ের মধ্যে বেনিফিসিয়ারিদের তালিকা ঠিক করা হবে বলেও জানা গিয়েছে।