ভারতে করোনা সংক্রমণের হার বিগত কয়েক সপ্তাহে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। তবে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৪৫,৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ছুয়েছে ৯০,০৪,৩৬৫। তবে আশার খবর হল, সুস্থতার হ্রাস ক্রমশ বাড়ছে। এর মধ্যেই ৮৪.২৮ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ করোনায় সুস্থতার হার ৯৩.৬ শতাংশ। এদিকে বৃহস্পতিবার থেকে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৮৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ১,৩২,১৬২ জন। বর্তমানে ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৪৩,৭৯৪।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭,৬৩,০৫৫ ছুঁয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ১৫৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে থাকা অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা।
করোনা পরিস্থিতির মধ্যে এই মারণ ভাইরাসের টিকা নিয়েও ব্যাপক কাজ চলছে। সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা বলেছেন, অক্সফোর্ড কোভিড-১৯ ভ্যাকসিন এদেশে ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ উপলভ্য হতে পারে। তার দাবি, দুটি ডোজের সর্বোচ্চ মূল্য হবে ১০০০ টাকা।