করোনাভাইরাস নিয়ে সমগ্র বিশ্বে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বাতিল বা স্থগিত করা হয়েছে। ক্রীড়া জগতের মতো বিনোদন ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব তৈরি করেছে এই মারণ ভাইরাস। দর্শকরা এখন থিয়েটারে গিয়ে অনেকেই ছবি দেখতে চাইছেন না। করোনাভাইরাসের থেকে বাঁচার জন্য চিকিৎসকরা ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই অন্যান্য উইকএন্ডের থেকে এবার থিয়েটারে দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবুও মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে ৩.৮৫ কোটি টাকা রোজগার করে চাঞ্চল্য সৃষ্টি করল ইরফান খান, রাধিকা মদন, করিনা কাপুর খান অভিনীত কমেডি-ড্রামা আংরেজি মিডিয়াম। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন দীপক দোব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ ত্রিপাঠী সহ অন্যান্যরা।
টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিনই এই ছবি ৪.৫০ কোটি টাকা রোজগার করবে বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে করোনাভাইরাসের কারণে এই ছবির ব্যবসায় প্রভাব পড়েছে। মারণ ভাইরাস নিয়ে তৈরি হওয়া আতঙ্কে রাজধানী দিল্লির একাধিক থিয়েটার বন্ধ রয়েছে। করোনাভাইরাসের প্রকোপে জম্মু-কাশ্মীর এবং কেরলের অনেক থিয়েটারও বন্ধ রয়েছে বলে খবর।
ছবি সৌজন্য স্ক্রল ডট ইন।