আজ শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আগামীকাল ১ জুন থেকে ফের শুরু হবে পঞ্চম দফার লকডাউন। এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮২,১৪৩। এছাড়া এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫,১৬৪ জন। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য থেকে এটি জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৮,৩৮০ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও দেশে কোভিড-১৯ এ আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৮৯,৯৯৫ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৮৬,৯৮৩ জন।
আগামীকাল থেকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে দেশের যে সমস্ত এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই সব স্থানগুলিতে সম্পূর্ণ লকডাউন চলবে। এছাড়াও বাস্তব পরিস্থিতি বিবেচনা করার পর রাজ্যগুলিকে বাড়তি নিষেধাজ্ঞা চাপানোর সুযোগ দেওয়া হয়েছে। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের মতো কিছু রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে, তাদের রাজ্যে আরও ২-৪ সপ্তাহ লকডাউন বর্ধিত করা হবে। আগামী ১ জুন থেকে রাজ্যগুলির মধ্যে অথবা রাজ্যে পণ্য এবং মানুষের যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। এছাড়া হোটেল, রেস্তোঁরা এবং শপিংমল আগামী ৮ জুন থেকে খুলে দেওয়া হবে।
এখনও পর্যন্ত দেশে ৩৬ লক্ষাধিক মানুষের পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ডেটা অনুযাযী, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে (৬৫,১৬৮), তারপরে রয়েছে তামিলনাড়ু (২১,১৮৪), দিল্লি (১৮,৫৪৯) এবং গুজরাট (১৬,৩৪৩)। ৫,১৬৪টি মৃত্যুর মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র থেকেই ২,১৯৭ জনের মৃত্যুর খবর রয়েছে। এই তালিকায় তারপরে রয়েছে গুজরাট (১,০০৭) এবং দিল্লি (৪১৬)।
নিম্নে রাজ্য ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা তুলে ধরা হল
পশ্চিমবঙ্গ – ৫১৩০
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ – ৩৩
অন্ধ্রপ্রদেশ – ৩৫৬৯
অরুণাচলপ্রদেশ – ৪
অসম – ১১৮৫
বিহার – ৩৬৩৬
চণ্ডীগড় – ২৮৯
ছত্তিসগড় – ৪৪৭
দাদার নগর হাভেলি – ২
দিল্লি – ১৮,৫৪৯
গোয়া – ৭০
গুজরাট – ১৬,৩৪৩
হরিয়াণা – ১৯২৩
হিমাচলপ্রদেশ – ৩১৩
জম্মু এবং কাশ্মীর – ২৩৪১
ঝাড়খণ্ড – ৫৬৩
কার্ণাটক – ২,৯২২
কেরল – ১,২০৮
লাদাখ – ৭৪
মধ্যপ্রদেশ – ৭,৮৯১
মহারাষ্ট্র – ৬৫,১৬৮
মণিপুর – ৬২
মেঘালয় – ২৭
মিজোরাম – ১
নাগাল্যান্ড – ৩৬
ওডিশা – ১৮১৯
পুদুচেরি – ৫১
পাঞ্জাব – ২২৩৩
রাজস্থান – ৮৬১৭
তামিলনাড়ু – ২১,১৮৪
সিকিম -১
তেলেঙ্গানা – ২৪৯৯
ত্রিপুরা – ২৬৮
উত্তরাখণ্ড – ৭৪৯
উত্তরপ্রদেশ – ৭৪৪৫