দৈনিক সুন্দরবন ডেস্ক
করোনাভাইরাস এবার ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে জার্মানিতে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেদেশের চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সেলফ-কোয়ারেন্টাইনে যেতে চলেছেন। সিএনএনের একটি রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। জার্মান চান্সেলরের মুখপাত্র রবিবার বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে চলে আসার জন্য নিজেকে বাকিদের থেকে পৃথক করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কেল।
তার মুখপাত্রর স্টেফান সেইবার্ট বলেন, শুক্রবার চিকিৎসক তাকে ভ্যাকসিনেশন দিয়েছেন। এদিকে রবিবার থেকেই সমস্ত প্রকার কন্ট্যাক্টের উপর জার্মানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ করতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করবে জার্মানি। মার্কেল বলেন, দুজনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না। তবে পরিবার এবং যারা লিভ টুগেদার করছেন, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়ার হয়েছে। মার্কেল বলেন, ভাইরাসের প্রতিরোধের জন্য প্রত্যেককে ১.৫ থেকে ২ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে। এর পাশাপাশি জার্মানিতে রেস্তোরাঁ, সেলুন, ট্যাট্টু শপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ এই অবস্থা বজায় থাকবে।