ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৪। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক বলেন, ভারতে করোনাভাইরাসে পজিটিভ কেসের সংখ্যা ৮৪ ছুঁয়েছে। উত্তরপ্রদেশের পাঁচজন এবং রাজস্থান ও দিল্লির একজন করে যে ব্যক্তির দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল, তারা সুস্থ হয়েছেন। তারা বাড়ি চলে গিয়েছেন।
ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, আক্রান্ত ৮৪ জনের সঙ্গে যে ৪০০০-এর অধিক ব্যক্তি মেলামেশা করেছিলেন, তাদের উপর বর্তমানে কড়া নজর রাখা হচ্ছে। অন্যদিকে ইরানে আটক ভারতীয়দের মহান এয়ারের একটি বিমানে করে মুম্বইয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাতে ওই বিমান মুম্বইয়ে অবতরণ করবে। এদিকে ইতালিতে আটক ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য শনিবার মিলানে পাঠানো হচ্ছে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান।