সোমবার সন্ধ্যায় কোচবিহারে রাসমেলার উদবোধন করা হল। এদিন মেলার উদবোধন করেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞেয়ানন্দ মহারাজ। পাশাপাশি এদিন মেলার সাংস্কৃতিক মঞ্চের উদবোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, জেলাশাসক পবন কাদিয়ান, পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং সহ পুলিশ-প্রশাসনের অন্যান্য আধিকারিক। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে রাসমেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রাচীনতম মেলাগুলির মধ্যে অন্যতম হল কোচবিহার রাসমেলা। খাবার-দাবার, পোশাক থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য সহ নানা পণ্যের সম্ভার নিয়ে বসে কয়েক হাজার দোকান। দেশ তো বটেই, বিদেশ থেকেও অনেকে ২০০ বছরেরও অধিক পুরানো এই মেলা দেখতে আসেন।