ইংরেজি নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা কিছুটা কমেছিল। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর রবিবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে শীতের কামড় বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে এও বলা হয়েছে, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।
জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু কারণে কলকাতায় গত কয়েক বছরে শীতের তীব্রতা তেমন ছিল না। অনেকে আবার এমন দাবিও করছিলেন, কলকাতায় শীতকাল বলে বোধহয় আলাদা করে কিছু অনুভব করা যাবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে এবছর কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বহুদিন কলকাতাবাসী এরকম ঠান্ডা অনুভব করেননি। আপাতত মহানগরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে খুব একটা তফাৎ নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি হ্রাস পেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার শহরে শীতের উপস্থিতি সবাই টের পেয়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে কলকাতা এবং জেলাগুলিতে ফের তাপমাত্রা নামতে পারে। ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।
পাহাড়ে তুষারপাত, দার্জিলিংয়ে খুশি পর্যটকরা


শুধু কলকাতা নয়, এবার গোটা রাজ্যেই শীতের তীব্রতা বেড়েছে। বিশেষত উত্তরবঙ্গে ঠান্ডা গত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি। ইতিমধ্যে সান্দাকফুতে বরফ পড়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া প্রতিবেশী রাজ্য সিকিমের লাচেন সহ একাধিক জায়গা থেকে তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে পাহাড়ে বেড়াতে গিয়ে পর্যটকদের পয়সা উসুল হয়েছে বলা যেতেই পারে!
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই দার্জিলিংয়ের ম্যালে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঝকঝকে আবহাওয়ায় ম্যালে বসে অনেককেই কফির কাপে চুমুক দিতে দিতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে দেখা গিয়েছে। সকাল থেকে আকাশ ঝকঝকে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়ালে আকাশের মুখ ঢেকে যায়। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। গত কয়েকদিনের তুলনায় পাহাড়ে তাপমাত্রা বাড়লেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।