খাতায়-কলমে তার বয়স ৪১। তবে এখনই থামতে চান না ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত অবসর নিয়ে তিনি ভাবছেন না। বরং ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ এবং তার পরের বছর, ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতার সময় গেইল বলেন, এখন আমার মাথায় অবসরের কোনো ভাবনা নেই। আমি বিশ্বাস করি, আমার মধ্যে এখনও বছর পাঁচেকের খেলা বাকি আছে। ৪৫ বছরের আগে এসব (অবসর) নিয়ে ভাবছিই না। এখন সামনে দুটি বিশ্বকাপ আছে।
আইপিএলের ১৩তম সংস্করণে প্রথম থেকেই পাঞ্জাবের হয়ে খেলার সুযোগ না পেলেও পরে যে কয়েকটি ম্যাচে পেয়েছেন, তাতে ইউনিভার্স বসকে বিস্ফোরক ফর্মে দেখা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এবারের আইপিএলে তিনি ১৩৭ স্ট্রাইক রেটে ৪১.১৪ গড় সহ মাত্র সাত ইনিংসে করেছেন ২৮৮ রান। এর মধ্যে রয়েছে তিনটি ঝোড়ো অর্ধশতরান।