আগামী ১৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল সূত্রে এই খবর জানা গিয়েছে। জেলা তৃণমূল সূত্রের খবর, গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে পারেন। দলের কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বৃহস্পতিবার জানান, আগামী ১৯ নভেম্বর গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রী আসবেন বলে আপাতত ঠিক রয়েছে।