রাসমেলা উপলক্ষে আগামী ১৮ নভেম্বর কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে কোচবিহারে। ১৮ নভেম্বর মুখ্যমন্ত্রী বাগডোগরা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে কোচবিহারে আসবেন। সেই কারণে কোচবিহারের ঐতিহ্যবাহী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড। ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তারই প্রস্তুতি দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।