ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়ার পর প্রবেশ করে বাংলাদেশে। ওপার বাংলায় সুন্দরবনেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে এই ঝড়। বাংলাদেশের বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বুলবুলের জেরে সুন্দরবনে সাড়ে চার হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনার বন অধিকর্তা মহম্মদ মঈনউদ্দিন খান সংবাদমাধ্যমকে জানান, ঝড়ে সুন্দরবনে ৪৫৮৯টি গাছ উপড়ে পড়েছে। বাংলাদেশে সুন্দরবনের দুটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম বিভাগ। তবে বন্য প্রাণী মারা যাওয়ার কোনো খবর আমাদের কাছে নেই। পশ্চিম অংশে ক্ষতিগ্রস্ত গাছের মধ্যে রয়েছে গেওয়া, গড়ান, কেওড়া। পূর্ব অংশে ক্ষতিগ্রস্ত গাছগুলির মধ্যে রয়েছে রেইনট্রি, বাবলা, মেহগনি, অর্জুন ইত্যাদি।
বাংলাদেশে সুন্দরবনের পশ্চিম অংশের মধ্যে আছে সাতক্ষীরা ও খুলনা। পূর্ব অংশের মধ্যে আছে বাগেরহাট ও বরিশাল। বন দপ্তরের কর্তারা আরও জানান, আড়পাঙ্গাশিয়া এবং শিবসা নদীর পাড়ের গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনুমান, বড় জলোচ্ছ্বাস না হওয়ায় সুন্দরবনের বন্য প্রাণীদের উপর এই ঝড়ের প্রভাব পড়েনি।
বুলবুলের জেরে গাছপালা উপড়ে পড়া এবং পরিকাঠামোগত কিছু ক্ষতি হওয়ায় শীত পড়লেও এবার সুন্দরবনে পর্যটকদের সংখ্যা কমেছে। তবে লঞ্চে করে সীমিত সংখ্যক পর্যটক এখনও সুন্দরবনে বেড়াতে আসছেন।