ভারতের দেওয়া টিকা দিয়ে করোনা বিরুদ্ধে লড়াই শুরু করল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ তুলে বলা হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতার অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ ভারত থেকে আমদানি করেছে ব্রাজিল। সেই ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
কোভিড-১৯ ভাইরাসে বিশ্বের যে কয়েকটি দেশের অবস্থা অত্যন্ত খারাপ, তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। এই মারণ ভাইরাসে মৃতের সংখ্যার বিচারে এই দেশ দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রাজিলে কোভিড-১৯ এ এখনও পর্যন্ত সোয়া দুলক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। হপকিন্স ইউনিভার্সিটির ডেটা সূত্রে এই তথ্য জানা গিয়েছে। ব্রাজিলে এমনিতেই সরকারী পরিকাঠামোর অবস্থা ভালো নয়। তার উপর প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে রোগীদের ঠাঁই দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা প্রশাসনের। সেই সাথে ব্রাজিলে অক্সিজেন এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামের সরবাহের তীব্র আকাল দেখা দিয়েছে। বিভিন্ন জিনিসের কালোবাজারিও চলছে বলে অভিযোগ। সব মিলিয়ে কোভিড পরিস্থিতিতে ব্রাজিলে সাধারণ মানুষ খুব সঙ্কটে পড়েছে।