সোমবার, জানুয়ারি ১৮, ২০২১
Home District মৌসুনীর কাছে ডুবে যাওয়া ট্রলারের চার মৎসজীবীর দেহ উদ্ধার

মৌসুনীর কাছে ডুবে যাওয়া ট্রলারের চার মৎসজীবীর দেহ উদ্ধার

২০৯ Views

সাইক্লোন বুলবুলের তাণ্ডবে পড়ে মৌসুনী দ্বীপের কাছে ডুবে যাওয়া ট্রলারের নয় জন মৎসজীবীর মধ্যে সোমবার চার জনের মৃতদেহ উদ্ধার করা হল। এখনও বাকি পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধানে তল্লাশি চলছে।

এক সিনিয়র কোস্ট গার্ড অফিসার জানান, কোস্ট গার্ড এবং এনডিআরএফের যৌথ অভিযানে দেহগুলি উদ্ধার করা হয়েছে। শনিবার মাঝরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের মধ্যে যখন ঘুর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ে, তখনই মৌসুনী দ্বীপ থেকে ৫০ মিটার দূরত্বে থাকা ওই ট্রলারটি সমুদ্রে ডুবে যায়। কোস্ট গার্ড পশ্চিমবঙ্গের কমান্ডার এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এসআর দাস সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, দীর্ঘ তল্লাশি অভিযান চালানোর পর ওই চার মৎসজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের কাছে দেহগুলি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। দাস আরও বলেন, বাকি নিখোঁজ মৎসজীবীদের সন্ধানে মঙ্গলবার সকালে ফের তারা তল্লাশি অভিযান আরম্ভ হবে। দুর্ঘটনার পর থেকেই কোস্ট গার্ড এবং এনডিআরএফ একযোগে কাজ করছে।

প্রসঙ্গত, সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাইক্লোন বুলবুল। এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট নীতীশ উপাধ্যায় বলেন, নিখোঁজ মৎসজীবীদের সন্ধানে বাহিনীর ডাইভাররা সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি অভিযানে কোস্ট গার্ড দুটি হভারক্রাফট নিয়োগ করেছে। ফ্রেজারগঞ্জ উপকূল থেকে এই হভারক্রাফটগুলি তল্লাশি অভিযান শুরু করছে। প্রতিটি হভারক্রাফটে রয়েছেন একজন পাইলট, একজন কো-পাইলট। এছাড়াও রয়েছেন আটজন ক্রু মেম্বার।

অন্য একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারে মোট ১৩ জন মৎসজীবী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে উপকূলে আসতে সক্ষম হন। এদিকে কোস্ট গার্ড আধিকারিক এসআর দাস জানান, গত ৬ নভেম্বর থেকেই সাইক্লোনের মোকাবিলায় প্রস্তুত হচ্ছিল কোস্ট গার্ড। এনডিআরএফের তরফে জানানো হয়, বুলবুলের আগাম মোকাবিলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাহিনীর ১০টি দল পৌঁছে গিয়েছিল। উপাধ্যায় আরও জানান, সাইক্লোনের পর উপড়ে পড়া গাছ এবং ধ্বংসাবশেষ সরানোর কাজে জেলা প্রশাসনকে সহায়তা করছে এনডিআরএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

বলের দিকে না তাকিয়ে ছক্কা মেরে গাব্বায় দর্শকদের অবাক করলেন ওয়াশিংটন সুন্দর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অবিশ্বাস্য লড়াই করছে টিম ইন্ডিয়া। কেবলমাত্র অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা চারটি টেস্ট ম্যাচের সবকটিতেই অংশগ্রহণ করেছেন।...

আইপিএল ২০২১: চেন্নাই থেকে বাদ যেতে পারেন সুরেশ রায়না

২০২০ সালের আইপিএলে সুরেশ রায়নাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত গত বছরের আইপিএলে খেলেননি রায়না। ২০০৮ সালের পর এই...

যে দোকানের দই ভালোবাসেন সৌরভ

বিশ্বজিৎ মান্না শুধু মাছে-ভাতে নয়, মিষ্টিতেও বাঙালি! রসগোল্লার জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেশন) ট্যাগ নিয়ে বাংলা বনাম ওডিশার...

আইপিএল ২০২১-এ শচীন পুত্র অর্জুন?

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই সিনিয়র দলে ডেবিউ করেছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। ২০১৮ সালে অর্জুন ভারতের অনুর্ধ্ব-১৯...

Recent Comments

error: Content is protected !!