মঙ্গলবার জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ ও শ্রীনগরে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত জন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াগুরা এলাকায় একটি সরকারি অনুষ্ঠাবে সন্ত্রাসবাদীরা গ্রেনেড ছোঁড়ে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়। চার জন আহত হয়েছেন। অন্যদিকে শ্রীনগরে হজরতবল এলাকায় কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের নিকটে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তিন জন জখম হয়েছেন। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত চলছে।