অকালে প্রয়াত উত্তরবঙ্গের এক বিজেপি নেতা। তার নাম অভিজিৎ রায়চৌধুরী। তিনি ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন। শুক্রবার গভীর রাতে বহরমপুরে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দলীয় সূত্রে জানা যায়, কলকাতায় বিজেপির দপ্তরে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অভিজিৎবাবু সহ দলের অন্য চার নেতা। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি পদে তিনি পুননির্বাচিত হন। কলকাতায় বিজেপি দপ্তরে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠক সেরেই সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়িতে যাচ্ছিলেন অভিজিৎবাবু ও তার সঙ্গীরা। বহরমপুরে ভাকুরি মোড়ের কাছে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই অভিজিৎবাবুর মৃত্যু হয়। তার সঙ্গীদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।