দৈনিক সুন্দরবন ডেস্ক
দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) মোকাবিলা করার জন্য অভিজ্ঞতার উপর ভরসা রাখল বিজেপি। শুক্রবার দলের তরফে ৫৭ জন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দলের চারজন প্রাক্তন মেয়র এবং একাধিক কাউন্সিলর রয়েছেন। তবে এই তালিকায় বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির নাম নেই। দিল্লি বিজেপির প্রধান এই নেতা ৫৭ জনের তালিকা প্রকাশ করেছেন। পাশাপাশি এই তালিকায় আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির কোন প্রার্থী লড়বেন সেটাও বলা হয়নি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ১১ ফেব্রুয়ারি।
গতবারের নির্বাচনে মাত্র তিনটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। অন্যদিকে আপ ৬৭ আসনে জয়ী হয়েছিল। এবারেও দিল্লি বিধানসভা নির্বাচনে আপ, বিজেপি এবং কংগ্রেসের ত্রিমুখী লড়াই হবে।