২৩০ Views
BIG I ART FOUNDATION SILIGURI, 9/12/2017 থেকে তার যাত্রা শুরু করে।
শিল্পকলাচর্চা সংক্রান্ত অসংখ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফাউন্ডেশন উত্তরবঙ্গের বুকে একটি জায়গা তৈরি করেছে। ফাউন্ডেশন এর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে সব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেগুলি হল-
- Piece of art’ 1st at Vega mall Siliguri,
- ‘Piece of art’ 2nd at Gangtok (Sikkim). স্থানীয় শিল্পীদের মতে এই প্রদর্শনীটি ছিল বাঙালি শিল্পীদের প্রথম চিত্র প্রদর্শনী গ্যাংটকে।
- ‘White Surface’ প্রথমবার আয়োজিত হয়েছিল শিলিগুড়িতে। এই সেমিনারটির প্রধান বক্তা ছিলেন শ্রী অমিতাভ ভট্টাচার্য ( Tagore National fellow for cultural research awarded by the Ministry of culture. Gov of India), যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ চিত্রশিল্পীরা সাড়া জাগানো অংশগ্রহণ ছিল।অনুষ্ঠানটি হয়েছিল জুলাই মাসের 23 এবং 24 /2018, শিলিগুড়ির ফিনিক্স নামক একটি আর্ট গ্যালারিতে।
- উত্তরবঙ্গের তরুণ স্থানীয় চিত্রশিল্পীদের নিয়ে প্রথমবার জলরং-এর চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছিল।
- ‘SHE 2019’ , উইমেন এম্পাওয়ারমেন্ট এর ওপর প্রথমবার উত্তরবঙ্গের মহিলাদের নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
- ‘Piece of art’ 3rd 2019, কেবলমাত্র শিলিগুড়ি চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছিল।
- ‘ Autumn 2019’ শিরোনামে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে Siliguri.
- এরপর লকডাউনের মধ্যেও প্রথমবার অনলাইনে আয়োজিত হল live art workshop, নয়টি রাজ্যের শিল্পীদেরকে একত্রিত করে একই সময়ে অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হলো।
- লকডাউনের অচলাবস্থার কথা মাথায় রেখে ফাউন্ডেশন এর পক্ষ থেকে তৈরি করা হলো একটি ইউটিউব চ্যানেল, যার নাম ‘ছবি Visual Language’। এই চ্যানেলটির মাধ্যমে বিখ্যাত চিত্রশিল্পীদের সাক্ষাৎকার নেওয়া হলো যাতে কিনা স্থানীয় শিল্পীরা সেইসব বিখ্যাত চিত্রশিল্পীদের শিল্প ইতিহাস জানতে পারে।
- লকডাউন এর পরবর্তী সময়ে ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজন করা হলো 1st SILIGURI INTERNATIONAL ONLINE ART SUMMIT 2020, যেখানে উপস্থিত ছিল ৫ জন প্রবাসী ভারতীয় চিত্রশিল্পী। এই সামিটে যে সকল দেশ গুলি থেকে চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছিল সেগুলি হল দক্ষিণ কোরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র,সংযুক্ত আরব আমিরাত,ভারত এবং বাংলাদেশ।
- বর্তমানে এই ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পীদের সহায়তায় আয়োজন করছে ‘ PATRON ART AWARD 2020-2021’. যেসকল বিশিষ্ট স্বনামধন্য চিত্রশিল্পীরা আমাদেরকে সহায়তা করতে এগিয়ে এসেছেন তারা শ্রী যোগেন চৌধুরী, শ্রী অমিতাভ সেনগুপ্ত,শ্রী ছত্রপতি দত্ত,শ্রীমতি সুকন্যা দাস, শ্রী মানষ আচার্য,শ্রী আবির কর্মকার, শ্রী সুদীপ্ত রায়, এবং শ্রী অয়ন মুখার্জি। শ্রী অতিন বসাক।
- পরিকল্পনা চলছে আগামী বছর ভারত ও সাউথ কোরিয়ার শিল্পীদের নিয়ে যৌথ প্রদর্শনীর।