কম টাকায় ভালো জিনিস সবাই চায়। ফোন থেকে ওয়াশিং মেশিন কিংবা ফ্রিজ- এই উৎসবের মরসুমে সবাই কিছু না কিছু কিনছেন। শুধু নিজের জন্য নয়, প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও অনেকে কেনাকাটা করেছেন। আসন্ন দীপাবলীর আগেও অনেকে জিনিসপত্র কিনবেন। আর এসবের মধ্যে অন্যতম পছন্দের প্রোডাক্ট হল স্মার্টফোন।
ভারতে বিগত কয়েকবছরে স্মার্টফোনের বাজার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবার আওতা বৃদ্ধি এবং স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যাপক ব্যবহারের ফলে মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি শপিং করছেন অনলাইনে। মোবাইল ফোন ক্রয়ের অন্যতম ফায়দা প্রদানকারী মাধ্যমে হল অনলাইন শপিং সাইট। তবে শুধু ইচ্ছে থাকলেই তো হয় না, সেই সাথে পকেটের দিকেও নজর রাখতে হয়। দীপাবলী হোক বা ভাই ফোঁটা- উপহার দেওয়ার ক্ষেত্রে মোবাইল ফোন একটি ভালো উপায়। আমরা এক ঝলকে দেখে নেবো এখন বাজারে সস্তায় কী কী ভালো স্মার্টফোন রয়েছে।
রেডমি 8এ ডুয়েল
সস্তায় ভালো মানের মোবাইল ফোনের কথা বললেই সবারর প্রথমে রেডমির নাম মাথায় আসে। বর্তমানে ভারতের মোবাইল মার্কেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছে রেডমি। এই ব্র্যান্ডের সস্তায় জনপ্রিয় অন্যতম ফোন হল রেডমি 8এ ডুয়েল। আকর্ষণীয় ডিজাইনের এই মোবাইলে রয়েছে 2 জিবি RAM, 32 জিবি স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে উচ্চ মানের ডুয়েল ক্যামেরা। ফোনে রয়েছে শক্তিশালী 5000 এমএএইচ ব্যাটারি।


ভারতের অন্যতম ভরসাযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড হল স্যামসাং। সস্তার রেঞ্জের মধ্যে তাদের অন্যতম মডেল হল স্যামসাং গ্যালাক্সি এ10। এই ফোনে 2 জিবি RAM-এর পাশাপাশি রয়েছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে 13এমপি+ 2এমপি রিয়ার ক্যামেরা। এছাড়া রয়েছে 8 এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। অ্যামাজন ডট কম থেকে আকর্ষণীয় মূল্যে ক্রয় করতে পারেন এই মোবাইল ফোনটি। স্যামসাং গ্যালাক্সি এ10 ক্রয়ে পাবেন নো কস্ট ইএমআই সহ আরও অন্যান্য সুবিধা।


সস্তার স্মার্টফোন সেকশনের অন্যতম ব্র্যান্ড হল কুলপ্যাড। এই সংস্থার ফোনের বিজ্ঞাপন সেভাবে চোখে না পড়লেও ফোনের মান বেশ ভালো। কুলপ্যাড 5 এ রয়েছে 4 জিবি RAM সহ 64 জিবি ইন্টার্নাল মেমোরি। অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে 4000 এমএএইচের ব্যাটারি।

