মঙ্গলবার ব্রিসবেনের গাব্বাই ইতিহাস তৈরি করেছে ভারত। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। এখন বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছে টিম ইন্ডিয়া। এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিনের বিরতির পর অবশেষে ভারতের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাস থেকে টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে ইংল্যান্ড-ভারতের পূর্ণাঙ্গ সিরিজ। টেস্টের পর দুই দল সীমিত ওভারের সিরিজেও মুখোমুখি হবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে প্রথম দুই ম্যাচের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বিসিসিআই। বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মাঝে দেশে ফেরা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রত্যাশা অনুযায়ী দলে ফিরছেন। তার সাথে টেস্ট দলে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। আগামী কয়েক দিনের মধ্যে রবি অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে চোটের কারণে হনুমা বিহারী, রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামিকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
টেস্ট দলে ডাক পেলেন অক্ষর প্যাটেল
টেস্ট দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল। জাডেজার বিকল্প হিসাবে নির্বাচকরা তাকে বিবেচনা করতে পারেন। ৩৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে অক্ষর ৩৫.৪২ গড় সহ করেছেন ১৬৬৫ রান এবং তুলে নিয়েছেন ১৩৪টি উইকেট। এছাড়া টেস্ট দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ব্রিসবেনে ডেবিউ টেস্টে তিনি সবার নজর কেড়েছেন। চার উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ব্যাট হাতে করেছেন যথাক্রমে ৬২ এবং ২২ রান। এছাড়া গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয়ী দলের সদস্য শার্দুল ঠাকুরও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার ইশান্ত শর্মা দলে ফিরেছেন।
ইএসপিএন ক্রিকইনফোর মতে, ইংল্যান্ড সিরিজের জন্য কেএস ভরত, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ নাদিম এবং রাহুল চাহার স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসাবে দলে রয়েছেন। এছাড়া নেট বোলার হিসাবে দলে রয়েছেন অঙ্কিত রাজপুত, অভেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কে গোথাম, সৌরভ কুমার।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, পূজারা, রাহানে, পন্থ, সাহা, পাণ্ডিয়া, কেএল রাহুল, বুমরাহ, ইশান্ত, সিরাজ, ঠাকুর, অশ্বিন, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল।
স্ট্যান্ড-বাই খেলোয়াড়: কেএস ভরত, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ নদীম এবং রাহুল চাহার
নেট বোলার – অঙ্কিত রাজপুত, অভেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কে গোথাম, সৌরভ কুমার