প্রতীক্ষার অবসান। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগারদের ওডিআই সিরিজে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন্ন এই সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হবে। বাংলাদেশের ১৮ সদস্যের দলে শাকিবের স্থান পাওয়া প্রত্যাশিত ছিল। ম্যাচ ফিক্সারের সাথে যোগাযোগের তথ্য না জানানোর জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত ঘোষণা করেছিল।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজের আগে বাংলাদেশের ২৪ দলের সম্ভাব্য দলে প্রাক্তন অধিনায়ক মাশরফি মোর্তাজা স্থান পাননি। বিসিবি নির্বাচকরা তারুণ্যের উপর জোর দিয়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলে তিনটি নতুন মুখ দেখা যাবে। এরা হলেন অফ স্পিনার মেহদি হাসান, পেস বোলার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এদিকে ওডিআই দলে শাকিবের পাশাপাশি রুবেল এবং তাস্কিন ফিরে এসেছেন। দল ঘোষণার পর বাংলাদেশের মুখ্য নির্বাচক জানিয়েছেন, বাংলাদেশ দলে শাকিবের প্রত্যাবর্তনে তারা অত্যন্ত খুশি। ক্রিকবাজের একটি রিপোর্টে প্রকাশিত মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিনের বক্তব্য, স্কোয়াডে শাকিব আল হাসানকে ফিরে পেয়ে আমরা খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি। আমরা আশা করছি তিনি শীঘ্রই সেরা খেলা দেখাবেন। ঘরোয়া ক্রিকেটে রুবেল হোসেন ভালো খেলেছেন। তাই তিনি দলে স্থান পেয়েছেন। তাস্কিন আগে চোট পেয়েছিলেন। তবে এখন তিনি ফিট। তাই আমাদের মনে হয়েছে, এখন তার একটা সুযোগ পাওয়া উচিত।
স্কোয়াডে মাশরফি মোর্তাজার স্থান না পাওয়ার কারণ
স্কোয়াডে মাশরফি মোর্তাজার স্থান না পাওয়া এবং তিন নয়া খেলোয়াড়ের স্থান পাওয়া নিয়েও মুখ খুলেছেন মুখ্য নির্বাচক আবেদিন। তিনি বলেন, আমরা আগে বলেছি যে প্রাথমিক দলের মাধ্যমে আমাদের অ্যাকশন প্ল্যান প্রতিফলিত হয়েছে এবং সেই কারণে মাশরফিকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। বিগত দু বছর ধরে মেহদি খুব ভালো পারফর্ম করছেন। তাই আমাদের মনে হয়েছে ন্যায্য কারণেই তার একটা সুযোগ পাওয়া উচিত। দুই পেসারের ক্ষেত্রে বলতে হয়ে, তারা খুব ভালো ফাস্ট বোলিং করছেন।
সিরিজের জন্য এর মধ্যেই বাংলাদেশের পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দলের মধ্যে তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ওডিআই যথাক্রমে ২০ এবং ২২ জানুয়ারি ঢাকায় হবে। সিরিজের শেষ ওডিআই ম্যাচ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশের ওডিআই স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), শাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মহম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, তাস্কিন আহমেদ, রুবেল হুসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মহম্মদ সফিউদ্দিন, মেহদি হাসান, মহম্মদ সইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।