BIG I ART FOUNDATION SILIGURI এর উদ্যোগে ১২/০১/২০২১, তারিখে শিলিগুড়ি শহরের অদূরে বসুন্ধরা নামক একটি সুন্দর মনোরম খোলা পরিবেশে আয়োজিত হল চিত্রকর সম্মান 2021।
এই Foundation শিলিগুড়ি তথা সারা বাংলা থেকে বিভিন্ন প্রবীণ চিত্রশিল্পীদের সারা জীবনের শিল্পচর্চার জন্য এই স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করে। একজন শিল্পীর সবচাইতে বড় প্রাপ্তি হল তার কাজের স্বীকৃতি, এবছর ফাউন্ডেশন যাদেরকে এই সম্মান প্রদান করেছে তারা হলেন, বাংলা ও ভারতের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এর চিত্রশিল্পী
শ্রী অমিতাভ সেনগুপ্ত কলকাতা থেকে, শিলিগুড়ি ও উত্তর বাংলার সমকালীন প্রবীণ চিত্র শিল্পী শ্রী সুদীপ্ত রায় মহাশয়, জলপাইগুড়ি থেকে স্বনামধন্য প্রবীণ চিত্র শিল্পী শ্রী অশোক সমাজদার মহাশয়,এবং বাংলা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমকালীন চিত্রশিল্পী শ্রীমতি মহুলা ঘোষ শিলিগুড়ি, দিল্লি থেকে। এছাড়া প্রতিবারের ন্যায় এই ফাউন্ডেশন স্থানীয় নবীন প্রতিভাকে সমকালীন শিল্পচর্চায় উৎসাহিত করার জন্য ‘BIAFS TITLED AWARD 2021’ একটি বিশেষ সম্মান প্রদান করে। এ বছরের এই সম্মান প্রাপক হলেন, সমকালীন বিমূর্ত চিত্রশিল্পী শিলিগুড়ি থেকে শ্রীমতি জোনাকি পাল।
স্বনামধন্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানটি তার পরিপূর্ণতা পায় এই সকল বিশিষ্ট অতিথি হলেন শিলিগুড়ি জ্ঞান জ্যোতি কলেজের এবং বসুন্ধরা ফাউন্ডেশনের কর্ণধার শ্রী সুজিত রাহা মহাশয়, উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রবীণ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও সমাজকর্মী শ্রী পার্থ প্রতিম মিত্র, সাহিত্যকার ও মল্লার পত্রিকার সম্পাদক ও শিল্প অনুরাগী শ্রী শুভময় সরকার, উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শ্রী শিশির রায় মহাশয়, স্বনামধন্য সংস্কৃতিকর্মী শ্রীমতি জুঁই ভট্টাচার্য্য, সমকালীন বিশিষ্ট চিত্রশিল্পী কুচবিহার থেকে শ্রী শ্রীহরি দত্ত মহাশয় সহ আরো অনেক গুণীজনেরা।
BIG I ART FOUNDATION SILIGURI এর এর কর্ণধার শ্রী দীপায়ন ঘোষ মহাশয় জানান, শিল্প হলো মানুষের সৃজনশীল চেতনার প্রকাশ ও জীবন ও সময়ের অপরিবর্তনশীল দলিল বা নথি,তিনি বলেন একটি শিশুর মতো প্রতিভাকে ও বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিকাঠামোর, পরিবেশ, শিক্ষা, এককথায় পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, তাই তিনি শহরবাসীর কাছে অনুরোধ জানান তারা যেন এই সংস্থার পাশে এসে দাঁড়ান শুধু সামাজিক কর্তব্যের কথা ভেবে নয় ভবিষ্যতের শৈশব মনকে বাঁচিয়ে রাখতে এবং শহরের উপযুক্ত ধারক করে তুলতে।
এই দিনে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল সারাদিন ব্যাপী একটি বৈচিত্র্যময় চিত্রকর্মশালার এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা থেকে অমিতাভ সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে সুদীপ্ত রায়,জোনাকি পাল, অচিন্ত্য দাস, নিতাই বণিক, শুভেন্দু চক্রবর্তী, মিন্টু রায়, গোবিন্দ রায়, অর্পিতা দাস, তাপস পাল, সঞ্জয় সাহা এবং বিমল বাইন, জলপাইগুড়ি থেকে উপস্থিত ছিলেন অলোক দত্ত, তুহিন রঞ্জন ঘোষ, অশোক সমাজদার, কুচবিহার থেকে উপস্থিত ছিলেন শ্রীহরি দত্ত, নবীন শিক্ষানবিশদের মধ্যে উপস্থিত ছিলেন সোমা দাস, আকাশ সইবো, কিরণ সরকার।
শ্রী দীপায়ন ঘোষ মহাশয় আর ও জানান তার ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ বছর রয়েছে আরও অনেক জাতীয়-আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠান।
‘চিত্রকর সম্মান ২০২১’
৩২৫ Views