বিহারের মুখ্যমন্ত্রী পদে জেডিইউ চিফ নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সোমবার পাটনায় উপস্থিত থাকবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
টানা চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন জেডিইউ চিফ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিহারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত ১০ নভেম্বর গভীর রাতে ঘোষণা করা ফলাফল অনুযায়ী, জয়ী হয়েছেন নীতীশ কুমার। এনডিএ জোটের অন্যতম সঙ্গী জেডিইউ। ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে এই জোটই এবার জয়ী হয়েছে। বিহারে সরকার গঠনের জন্য রবিবার রাজ্যপাল ফাগু চৌহানের সাথে দেখা করেন নীতীশ কুমার। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অনুষ্ঠিত হতে পারে নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান। রবিবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে বিহারে এনডিএ জোটের নেতা হিসেবে নীতীশ কুমারকেই বেছে নেওয়া হয়।
এদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছে চমক। জানা গিয়েছে, কাটিহারের বিজেপি এমএলএ তারকিশোর প্রসাদ এই পদের দায়িত্ব গ্রহণ করবেন। গত বারের সরকারে এই দায়িত্ব সামলেছিলেন সুশীল কুমার মোদি।