পাঁচুগোপাল মান্না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ভারত সফরে এসে তাদের বিশেষ গাড়ি ‘বিস্ট’ – এ ঘোরাফেরা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে আনা হয়েছে এই গাড়ি। বিস্ট হল একটি অত্যাধুনিক, বিলাসবহুল এবং বিশেষ নিরাপত্তাবলয় যুক্ত চার চাকার গাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই গাড়ি ব্যবহার করেন। এই গাড়িটির দেখভাল করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের অফিসাররা। মার্কিন প্রেসিডেন্ট ভারতে পা রাখার আগেই এদেশে পৌঁছে গিয়েছে বিস্ট। একঝলকে দেখে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্টের এই গাড়ির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
বাহ্যিক বৈশিষ্ট্য:
মার্কিন প্রেসিডেন্টের যে গাড়িটি ভারতে আনা হয়েছে সেটি ২০১৮ সালের একটি বিশেষ মডেল। সেনাবাহিনীর গাড়িতে ব্যবহৃত মেটাল দিয়ে বিস্টের বাইরের অংশ নির্মাণ করা হয়েছে। এটি বোমা হামলাতেও ক্ষতিগ্রস্ত হবে না। গাড়ির দরজাগুলি ৮ ইঞ্চি পুরু। যেকোনো রাসায়নিক আক্রমণের হাত থেকেও সওয়ারিদের রক্ষা করতে সক্ষম বিস্ট। গাড়ির জানলা পাঁচটি স্তরে নির্মিত এবং পলিকার্বোনেটযুক্ত। বিস্টের টায়ারের মধ্যে আছে স্টিলের রিম। যার ফলে এই গাড়ির টায়ার পাংচার করা যাবে না। সুতরাং টায়ার ক্ষতিগ্রস্ত হলেও দৌড়তে পারে বিস্ট। কোনো গাড়ি যদি বিস্টকে তাড়া করে, তা প্রতিরোধের জন্য এই গাড়ি থেকে তরল, পিচ্ছিল জাতীয় এক প্রকার পদার্থ বেরোয়। এছাড়া বিস্টের জ্বালানি ট্যাঙ্কে রয়েছে বিশেষ ফোম, গাড়ি দুর্ঘটনায় পড়লে যাতে এটি ফেটে না যায়, তা নিশ্চিত করে এই ফোম।
অভ্যন্তরের বৈশিষ্ট্য:
বহিরাঙ্গের মতো বিস্টের ভিতরেও সুরক্ষাজনিত একাধিক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে অন্যতম হল টিয়ার গ্যাস এবং স্মোক-স্ক্রিন ডিসপেন্সার। এতে রয়েছে একটি প্যানিক বাটন। গাড়ির ভিতরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। প্রেসিডেন্টের রক্তের ধরণ অনুযায়ী গাড়ির মধ্যে রক্তের প্যাকেট রাখা থাকে, যাতে কোনো আপৎকালীন ব্যবস্থায় তা ব্যবহার করা যায়। এছাড়া বিস্টের মধ্যে রয়েছে একটি স্যাটেলাইট ফোন, যার সঙ্গে সরাসরি পেন্টাগনে যোগাযোগ করা যায়।
প্রসঙ্গত, দুদিনের সফরে সোমবার ভারতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তিনি একা নন, এবার ভারত সফরে স্ত্রী ছাড়াও সঙ্গে রয়েছেন তার কন্যা ইভাঙ্কা এবং উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। ট্রাম্পের বিমান সোমবার আমেদাবাদে অবতরণ করে। সেখানে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এরপর ট্রাম্প ও তার সঙ্গীরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।