ব্যাঙ্ক জালিয়াতির শিকার হল ভারতের শীর্ষস্থানীয় মেডিকেল ইন্সটিটিউট এইমস। স্টেট ব্যাঙ্কে এইমসের অ্যাকাউন্ট থেকে গত এক মাসে ক্লোন চেকের মাধ্যমে ১২ কোটি টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারী সূত্রে জানা গিয়েছে, অন্যান্য শহরে নন-হোম ব্রাঞ্চ থেকে এসবিআইতে থাকা এইমসের অ্যাকাউন্ট থেকে এই অর্থ সরানো হয়েছে। জালিয়াতি প্রকাশ্যে আসার পরও ক্লোন চেক ব্যবহারের মাধ্যমে গত সপ্তাহে মুম্বই এবং দেরাদুনে অবস্থিত এবিআইয়ের নন-হোম ব্রাঞ্চ থেকে ২৯ কোটি টাকা তোলার চেষ্টা করা হয়। তবে এই চেষ্টা সফল হয়নি। বিষটির তদন্ত করার জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার সঙ্গে ইতিমধ্যে হাসপাতাল প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে।