পাথরপ্রতিমার পশ্চিম দ্বারকাপুরে সম্প্রতি অনুষ্ঠিত হল আদিবাসী মেলা। সর্বপ্রথম এই ধরণের মেলা চাক্ষুষ করলেন পাথরপ্রতিমার জনগণ। দুদিন ব্যাপী এই মেলায় মূলত আদিবাসী নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মেলায় উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, শ্রীকান্ত মাহাতো, পূর্ত্য কর্মাধ্যক্ষ্য প্রিয়রঞ্জন মাঝি, শিক্ষা কর্মাধ্যক্ষ্য রাজবাহাদুর সিং, কৃষি কর্মাধ্যক্ষ্য রাধেশ্যাম পণ্ডিত, জেলা পরিষদের সদস্য অনুশ্রী মণ্ডল সহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিগণ। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেছিল পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েত, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি এবং বেঙ্গল সার্ভিস সোসাইটি। – সুদীপ্ত