শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে হরিয়াণার বিরুদ্ধে রেকর্ড করলেন কর্ণাটকের পেসার অভিমন্যু মিঠুন। একটি হ্যাটট্রিক সহ ছয় বলে তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাটেই হ্যাটট্রিক অর্জন করলেন মিঠুন। এদিন মাত্র ৩৯ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। হরিয়াণার বিরুদ্ধে আজ আট উইকেটে ম্যাচ জিতে নেয় কর্ণাটক। জয়ের জন্য ১৯৫ রান তাড়া করতে নেমে তাদের ব্যাটিংয়ের ভিত গড়েন দেবদত্ত পাডিকাল (৮৭) এবং কেএল রাহুল (৬৬)।