২০১২ সালের দিল্লির নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে শুক্রবার দিল্লির একটি আদালত নতুন করে ওয়ারেন্ট ইস্যু করল। এই নির্দেশে বলা হয়েছে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। চার দোষীর মধ্যে একজনের প্রাণভিক্ষায় আবেদন রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ার পর এই নির্দেশ দিয়েছে আদালত।
অ্যাডিশনাল সেশনস জাজ সতীশ কুমার আরোরা এই নির্দেশ দেওয়ার সময় চার দোষী সাব্যস্তের ফাঁসিতে বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ওই চারজনকে তিহার জেলে রাখা হয়েছে। বিচারক বলেন, এই মামলায় চার জনকে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ প্রদান করা হলেও মাত্র একজন এই সুযোগ গ্রহণ করেছে। প্রক্রিয়া বিলম্বিত করার জন্য হয়তো কোনো কৌশল অবলম্বন করা হয়েছে। তবে এটা কতদিন চলবে?