শুধু সুন্দরবন নয়, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রক্ষাকবচের মতো কাজ করে ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু কয়েক মাস আগে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। প্রশাসনের তরফ থেকে এবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হল। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, বনদপ্তরের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগণার মধ্যে থাকা সমগ্র সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে।
সম্প্রতি সংবাদমাধ্যমে এখবর জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ড. পি উলগানাথন। রিপোর্টে প্রকাশিত তার বক্তব্য, একশ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে এবং বনদপ্তরের সহযোগিতায় সমগ্র সুন্দরবনে আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা লাগিয়েছি।
প্রসঙ্গত, আম্ফানের পরই সুন্দরবনে গাছ লাগানো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। সাম্প্রতিক অতীতে রাজ্যে এত বড় আকারের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়নি। উলগানাথন জানান, ২৫০ হেক্টর জমিতে ৫ কোটি ম্যানগ্রোভ চারা লাগাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, কয়েক মাস আগের সাইক্লোনে বিভিন্ন জেলায় ১৬ লক্ষাধিক গাছ উপড়ে পড়ে। এর পর বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করে বনদপ্তর। গত ১৪ জুলাই রি-গ্রিনিং বেঙ্গল নামে এক কর্মসূচির সূচনা করা হয়। তখন বনমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেছিলেন, এক মাসের মধ্যেই সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণ করার টার্গেট পূরণ করবে রাজ্য।