বুধবার সুদানের খার্তুমে একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জন ভারতীয় সহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৩০-এরও অধিক আহত হয়েছেন। ভারতীয়দের মৃত্যুর খবর সুদানে অবস্থিত ভারতীয় হাইকমিশন কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এদিন খার্তুমে একটি সেরামিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ১৬ জন ভারতীয়র কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি নিয়েও স্থানীয় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদানা জানিয়ে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণের পর অনেকের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। কিছু কিছু দেহ এতটাই ঝলসে গিয়েছে যে সেগুলি সনাক্ত করা যাচ্ছে না। প্রশাসনের অনুমান, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের অনেকে এই মৃতদের তালিকায় থাকতে পারেন। পরিচয় জানার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
বিদেশমন্ত্রকের কাছে প্রাপ্ত তথ্য থেকে আরও জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম ৭ জন ভারতীয়কে খার্তুমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। সরকারের একটি সূত্র মারফত জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত ওই কারখানায় প্রচুর দাহ্য বস্তু ডাঁই করে রাখা ছিল। এলজিপি ট্যাঙ্কার ফেটে যাওয়ার পর এই দাহ্য বস্তুগুলির জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।